পরিসংখ্যান সেকশনটা আসলে হয়তো প্রফেশনাল একটা পার্সোনাল পোর্টফোলিওর সাথে যায় না। তবুও, অহেতুক এড করে রাখলাম। কেউ আগ্রহী হলে দেখলো। কারও কাছে ক্রিঞ্জ লাগলে, লাগলো।
ওয়াকাটাইমে সবচেয়ে বেশী লেখা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলা
কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কত বেশী সময় কোড লিখছি, সেগুলোর একটা হিশাব নিকাশ। বেহুদা, তবে কেউ যদি আগ্রহী হয়, তাই শেয়ার করলাম।
গিটহাবে সবচেয়ে বেশী লেখা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
গিটহাবে যেহেতু বেশীরভাগই পার্সোনাল প্রজেক্ট, তাই এখানকার লিস্টটা আরেকটু ভিন্ন পার্সফেক্টিভ দিতে পারে। তবুও, মনে হচ্ছে, অহেতুক।
লিটকোড
খুবই বাজে অবস্থা প্রোফাইলের। মাত্রইতো শুরু করলাম। তবুও শেয়ার করছি। কেন করছি জানি না।